মঈনুল হাসান পলাশ::জার্নি প্লাসের আয়োজনে এই বছর দ্বিতীয় বারের মত বাংলাদেশ ঘুরে গেল ইন্টারন্যাশনাল ক্রুজ শীপ “সিলভার ডিস্কভারার”। মিয়ানমারের রেঙ্গুন থেকে ৭২ বিদেশী পর্যটক নিয়ে যাত্রা শুরু করা বিলাসবহুল প্রমোদ জাহাজ “সিলভার ডিস্কভারার” গত ১২ ফেব্রুয়ারী ভোরে বাংলাদেশ উপকূলে আসে। পর্যটকদের বেশীরভাগই ছিলেন বৃটিশ নাগরিক।
ক্রুজশীপটি ১২ ফেব্রুয়ারী বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ সেন্টমার্টিনের অদুরে নোঙ্গর করে সকাল ১০টার সময়। জোডিয়াক বোটে করে বিদেশী পর্যটকরা সেন্টমার্টিন আসেন। দ্বীপে এসেই তারা সেন্টমার্টিনের একমাত্র সরকারী স্কুল “জিঞ্জিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ” পরিদর্শনে যান। স্কুলের বাচ্চাদের সাথে সুন্দর কিছু সময় কাটে তাদের। বিশেষ করে প্রথম শ্রেণীতে পড়ৃয়া বাচ্চাদের ইংরেজী শিক্ষা দেয়ার বিষয়টি তাদের অভিভূত করে। এ সময় এই বিদেশী অতিথিরা বাচ্চাদের চকলেট ও কলম উপহার দেন।
দুপুরে দ্বীপের পশ্চিম সৈকতে কচ্ছপ পর্যবেক্ষণ ও প্রজনন কেন্দ্র দেখতে যান। শুনেন বিলুপ্ত প্রায় কচ্ছপের কিভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। কিভাবে কাছিম প্রজনন করানো হয়। সমুদ্রের জলে কেউ কেউ উপভোগ করেন স্বচ্ছ জলে স্নান। দুপুরে তাদের জন্য ছিল বেশ কয়েক পদের বাংলা খাবারের আয়োজন। সুস্বাদু বাংলা খাবার আর আতিথিয়তায় মুগ্ধ হন তারা। অনেকেই আবার এসে বাংলাদেশকে গভীরভাবে দেখার ইচ্ছে পোষণ করেন।
জানা গেছে,ক্রুজ শীপ “সিলভার ডিস্কভারার” ৭২ বিদেশী পর্যটক নিয়ে সুন্দরবন হয়ে ভারতের মাদ্রাজে গিয়ে যাত্রা সম্পন্ন করবে। এদিকে ক্রুজ শীপ “সিলভার ডিস্কভারার তার তৃতীয় দফার যাত্রায় আরেকদল নতুন পর্যটক নিয়ে আবারো বাংলাদেশ উপকূলে আসবে। সুন্দরবনের পরে মহেশখালী ও সেন্টমার্টিন ছুঁয়ে আগামী ২৭ ফেব্রুয়ারী বাংলাদেশের জলসীমা ছেড়ে যাবে।
এই বিশাল আয়োজনের উদ্যোক্তা ছিল “জার্নি প্লাস”।