প্রেস বিজ্ঞপ্তি::কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ৫জনকে আটক করেছে। গত ১২ ফেব্রুয়ারি সকাল হতে ১৩ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল, এসআই রাশেদুর কবির, এসআই সাইফুল আলম, এসআই আনছারুল হক, এএসআই হারুন, এএসআই রাশেদ খাঁন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীরা হলেন সাহাবুদ্দিন, পিতা-আব্দুর রহীম, সাং-নুনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাাজর, মিজানুর রহমান, পিতা-আমির হোছাইন, সাং-পশ্চিম গোমাতলী, থানা ও জেলা-কক্সবাজার, জসিম উদ্দিন, পিতা-মৃত জমির উদ্দিন, সাং-দক্ষিন পাড়া, থানা ও জেলা-কক্সবাজার, মোঃ রতন মিয়া, পিতা-আবু তাহের, সাং-ভৈরবপুর উত্তর আটি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ, ইউসুফ, পিতা-সাব্বির আহমদ, সাং-মধ্যম নুনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।