গতকাল “অভিযানেও থেমে নেই ভয়াবহ পাহাড় কাটা” শিরোনামে সকালের কক্সবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে তা সম্পূর্ণ ভূয়া ও বানোয়াট। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমাকে নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করায়। হাজীপাড়া কবরস্থানটি নিচু জায়াগা হওয়ায় কবর খুড়তে গেলে পানি উঠে। তাই স্থানীয় ব্যক্তিরা মিলে কবরস্থানটি সামান্য করে ভরাট করার সিদ্ধান্ত নেয়। তাই কবরস্থানে কিছু বালি ফেলা হচ্ছে। যা রামু ও খরুলিয়ার চর ও পরিষ্কার নালা থেকে আনা হচ্ছে। আমি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করছি সরেজমিনে তদন্ত করার জন্য। দক্ষিণ হাজীপাড়া থেকে আমার নেতৃত্বে পাহাড় সাবাড় করছি বলেও উল্লেখ করা হয়েছে যা বিন্দুমাত্রও সত্য নয়। দক্ষিণ হাজীপাড়া থেকে কেউ পাহাড় কেটে থাকলে এ ব্যাপারে আমি জানিনা ও অবগত নই। আমি কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাষ্টার্স এর একজন নিয়মিত ছাত্র হই। ফেব্রæয়ারী ২০১৫-২০১৮ ফেব্রæয়ারী পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরে ইউনিলিভার এর অধীনে কর্মরত ছিলাম।আমি আওয়ামীলীগ পরিবারের একজন সন্তান ও আওয়ামীলীগ রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছি। আমার মান-সম্মান ক্ষুন্ন করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছে একটি কুচক্রী মহল। সাংবাদিক ভাইদের সরজমিনে এসে দেখার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী:
তারেক আরমান
পিতা- আবদুল হাকিম
সাবেক সিনিয়র সহ-সভাপতি
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ।