নিজস্ব প্রতিবেদক::থানচি উপজেলার বলিবাজার ইউনিয়নে ২ জনকে অপহরণের অভিযোগ উঠেছে।
রবিবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
অপহৃত ব্যক্তিরা হচ্ছেন- মো: আবু তাহের (৫২) ও মো: আবুল হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, ভোরে ৫ জন ব্যক্তি আবু তাহেরের কাছে কাজ করতে আসছেন বলে খবর পাঠায়। পরে আবু তাহের ও আবুল হোসেন শ্রমিক ভেবে পাঁচ ব্যক্তির কাছে এলে তারা অস্ত্রের মুখে ওই দুজনকে তুলে নিয়ে যায়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল হক এই তথ্য নিশ্চিত করেন এবং বলেন, ‘আমরা অপহরণের খবর শুনে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গেলে বিস্তারিত বলতে পারব।’