আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ এমপি’র কাছ থেকে চিঠি নিচ্ছেন গিয়াস উদ্দিন চৌধুরী।
বার্তা পরিবেশক::
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে কক্সাবাজারের আট উপজেলার মধ্যে একমাত্র চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নে চমক দেখিয়েছে আওয়ামীলীগ। রবিবার সকাল ১১টায় ধানমন্ডি প্রধানমন্ত্রীর রাজনীতিক কার্যালয়ে সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে। সড়ক ও সেতু মন্ত্রী সাংবাদিকদের সামনে দ্বিতীয় ধাপের ১২২জন উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেন।
বিকাল ৫টার দিকে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ এমপি’র কাছ থেকে চুড়ান্ত মনোনয়নের চিঠি নিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করার পর চিঠি তার হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভা মেয়র আলমগীর চৌধুরী, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, রাশেদ।
এদিকে গিয়াস উদ্দিন চৌধুরীর নাম চকরিয়া উপজেলা চেয়ারম্যান পদে ঘোষণা দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাস ও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। চকরিয়া পৌরশহর ও বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেছে। অনেক স্থানে শুকরিয়া সভাও করেছে। চকরিয়া উপজেলা আওয়ামীলীগ, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ ও চকরিয়া সভা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। যোগ্য, সৎ ও ত্যাগী নেতা গিয়াস উদ্দিন চৌধুরীকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দেওয়ায় মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। দুপুর ১২টার দিকে চকরিয়া উপজেলা আওয়ামীলীগ শুকরিয়া সভা করেছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সহ-সভাপতি এমআর চৌধুরী, সহ-সভাপতি আবু মুছা, সহ-সভাপতি মুজিবুল হক রতন, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা আনন্দ মোহন, ফাঁশিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবছার, যুবলীগ নেতা সবুজ চৌধুরী, আইয়ুব চৌধুরী, জসিম উদ্দিন, নুরুল হাকিম ওরস। বিকাল ৩টার দিকে হারবাং ইউনিয়নে মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা সম্পাদক সাহাবউদ্দিন, ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেরাজ উদ্দিন মিরাজ, আওয়ামীলীগ নেতা বাদশা, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, বরইতলী ইউনিয়নের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিন, ডুলাহাজারা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন।