নিজস্ব প্রতিবেদক,পেকুয়া::পেকুয়ায় কর্মজীবি সাবেক স্ত্রীকে পিটিয়ে জখম করল তালাকপ্রাপ্ত স্বামী। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৮ ফেব্রয়ারী (শুক্রবার) রাত ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কলেজ চৌমুহনী জমিদার বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম মিকাতুল জন্নাত (৩২)। তিনি পেকুয়া জমিদার বাড়ীর মাষ্টার আশেক ইলাহীর ছেলে জায়েদ মোর্শেদের তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রী। প্রত্যক্ষদর্শী মিকাতুল জন্নাতের চাচা কফিল উদ্দিন চৌধুরী, চাচাত ভাই মেহরাব হোছাইন, আমিন মাশরাফ জানায়, ওই দিন রাত ৭ টার দিকে মিকাতুল জন্নাত বিবাহ অনুষ্টান থেকে বাপের বাড়িতে ফিরছিলেন। এ সময় তার সাবেক স্বামী জায়েদ মোর্শেদসহ ২/৩ জন মিলে তাকে পথরোধ করে। তারা তাকে বৈদ্যুতিক টর্চ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। স্বর্ণালংকার ও দামী মুঠোফোন ছিনিয়ে নেয়। আমরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। তাকে মারাত্মক জখম করে। তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে চমেক হাসপাতালে রেফার করে। স্থানীয় সুত্র জানায়, ২০০৬ সালে মিকাতুল জন্নাত ও জায়েদ মোর্শেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ দম্পতির সামিউ ইস্বার ও ওয়াকপি নামের ৩ সন্তান রয়েছে। এদের মধ্যে সামিউ ছাড়া অবশিষ্ট ২ সন্তান জমজ। ২ বছর আগে এ দম্পতির সংসার ভেঙ্গে যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছে। এরপর থেকে তারা পৃথক বসবাস করছিলেন। সাবেক স্বামী জায়েদ মোর্শেদ পেকুয়ায় পৈত্রিক নিবাসে থাকেন। মিকাতুল জন্নাত ছেলে সন্তান নিয়ে চট্রগ্রাম শহরের খুলশীতে অবস্থান করছিলেন। সন্তানদের ভরন পোষনের চট্রগ্রাম জজ আদালতে মামলা দায়ের করেন স্ত্রী। এতে ক্ষিপ্ত হন তালাক প্রাপ্ত স্বামী মোর্শেদ। ওই মহিলা একজন কর্মজীবি। চট্রগ্রাম শহরের এইচ, আর নামের প্রতিষ্টানে চাকুরী করেন।
পেকুয়ায় কর্মজীবি স্ত্রীকে জখম করল তালাকপ্রাপ্ত স্বামী
