বার্তা পরিবেশক::কক্সবাজার শহরের ভয়ংকর মাদক সম্রাজ্ঞীর রোজিনা এবার কারাগারে। এ সম্রাজ্ঞী মাদক নিয়ে আটক না হলেও ব্যতিক্রম এক ঘটনায় পুলিশ তাকে আটক করে কারাগারে প্রেরণ করেছে।
স্থানীয়রা বলেন, আয়েরা বেগম নামের এক নারীকে রোজিনার মাদক পাচারে বাধ্য করাতে না পেরে লালিত সন্ত্রাসি বাহিনী দিয়ে স্বশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করে। গত ৫ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে পূর্ব কুতুবদিয়া পাড়াস্থ ফদনার ডেইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
উক্ত ঘটনায় মামলা দায়েরের পর জড়িত মাদক সম্রাজ্ঞীর রোজিনা পলাতক থাকলেও গত বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের পৌর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৮ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে প্রেরণ করেন। ঘটনায় আহত ও মামলার বাদী আয়েরা বেগম পূর্ব কুতুবদিয়া পাড়ার ফদনার ডেইল এলাকার মৃত নুরুল কাশেমের স্ত্রী। সে বর্তমানে গুরুতর আহবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বহুল আলোচিত রোজিনাকে গ্রেফতার করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, কুতুবদিয়া পাড়ার আয়েরা বেগম নামের এক মহিলা ৬ ফেব্রুয়ারি রোজিনা আকতারসহ ৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২৯/১৪৯। এ মামলায় রোজিনা এজাহারভুক্ত ৩নং আসামি।
তিনি আরো বলেন, রোজিনা আকতার পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব কুতুবদিয়া পাড়া ফদনার ডেইল এলাকার মোহাম্মদ ইলিয়াছের স্ত্রী। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে জেলা পুলিশসহ বিভিন্ন জায়গায় অভিযোগ রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৫ ফেব্রুয়ারি সকালে রোজিনা তার স্বামী ইলিয়াছসহ একদল সন্ত্রাসী আয়েরা বেগমের বসত ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। চিহ্নিত দুর্বৃত্তদের ব্যাপক মারধরে আয়েরা বেগম মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
এদিকে স্থানীয়রা জানিয়েছে, রোজিনা আকতারের কাছে নিরীহ মানুষ জিম্মি। প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে সে এলাকার সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে। রাঘব বোয়ালদের আশ্রয়-প্রশ্রয়ে থাকায় রোজিনার বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয় না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, রোজিনা আকতারের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। সুনির্দিষ্ট অভিযোগে একজন মহিলা মামলাও করেছে। এসব অভিযোগের তদন্ত চলছে।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক দেবব্রত রায় জানিয়েছেন, এজাহারভুক্ত আসামি রোজিনা আকতারকে গতকাল শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। নিরীহ মানুষকে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।